চীনের লেজার অ্যাটাকের কবলে জার্মান গোয়েন্দা বিমান

German spy plane hit by chinese laser attack

লোহিত সাগরে ইউরোপীয় ইউনিয়নের সামরিক অভিযানের সময় চীনের একটি ফ্রিগেট থেকে জার্মান গোয়েন্দা বিমানের দিকে লেজার তাক করার অভিযোগ তুলেছে বার্লিন। মঙ্গলবার (৮ জুলাই) এক বিবৃতিতে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই ঘটনার কারণে বিমানটির ক্রুরা ঝুঁকির মধ্যে পড়েন এবং অভিযান বাধাগ্রস্ত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া ওই বিবৃতিতে বলা হয়, “চীনা সামরিক বাহিনী ইউরোপীয় ইউনিয়নের সামরিক মিশন ‘অ্যাসপাইডেস’-এ অংশগ্রহণকারী একটি জার্মান বিমানকে লেজার দিয়ে লক্ষ্য করে, যা জার্মান কর্মীদের নিরাপত্তা হুমকিতে ফেলে।” এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাতে বার্লিনে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।

জার্মান সাময়িকী ডার স্পিগেল জানায়, ঘটনাটি ঘটেছে ইয়েমেন উপকূলে। অভিযানে অংশ নেওয়া জার্মান গোয়েন্দা বিমানটি চীনের একটি ফ্রিগেটের কাছাকাছি গেলে কোনও পূর্ববার্তা বা যোগাযোগ ছাড়াই ওই লেজার ব্যবহার করা হয়। চীনা নৌবাহিনীর এই আচরণকে আন্তর্জাতিক প্রোটোকলের পরিপন্থী বলেই অভিহিত করেছে জার্মান সূত্রগুলো।

ঘটনার সময় ব্যবহার করা বিমানটি একটি এয়ারবাস এ-৪০০এম, যা গোয়েন্দা তৎপরতার জন্য ভাড়া করা হয়েছিল। জার্মান প্রতিরক্ষা ও পররাষ্ট্র দপ্তর একে একটি স্পষ্ট উসকানিমূলক ঘটনা হিসেবে দেখছে এবং এর সম্ভাব্য কূটনৈতিক ও সামরিক প্রভাব বিবেচনায় নিচ্ছে।

এদিকে চীনা কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে বিশ্লেষকরা মনে করছেন, এই ঘটনার প্রেক্ষিতে ইউরোপ ও চীনের মধ্যে সামরিক ও কূটনৈতিক সম্পর্ক আরও উত্তেজনার দিকে যেতে পারে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize