ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারে মনোনয়নের সুপারিশ নেতানিয়াহুর

Netanyahu recommends trump for nobel peace prize nomination

বিশ্বব্যাপী বিশেষ করে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার (৭ জুলাই) ওয়াশিংটনে হোয়াইট হাউসে আয়োজিত এক আনুষ্ঠানিক নৈশভোজে তিনি এ সুপারিশপত্র ট্রাম্পের হাতে তুলে দেন।

নেতানিয়াহু বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প একাধিক দেশে শান্তি ফিরিয়ে এনেছেন। তিনি আমাদের কথা শুনেছেন এবং সাহসী পদক্ষেপ নিয়েছেন। তাই এই মনোনয়ন তিনি সম্পূর্ণরূপে প্রাপ্য।” মনোনয়নের চিঠিটি হস্তান্তরের সময় সেখানে উপস্থিত ছিলেন দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।

চিঠি হাতে পেয়ে ট্রাম্প তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, “আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি সত্যিই অবাক ও আনন্দিত। আপনার কাছ থেকে এমন সম্মান পাওয়া আমার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।”

নৈশভোজে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প নেতানিয়াহু ও তাঁর স্ত্রী সারাকে দীর্ঘদিনের বন্ধু হিসেবে উল্লেখ করে বলেন, “আমরা একসঙ্গে অনেক অর্জন করেছি এবং আমি বিশ্বাস করি ভবিষ্যতেও বড় সাফল্য আমাদের অপেক্ষায় আছে।”

প্রধানমন্ত্রী নেতানিয়াহুও ট্রাম্পের নেতৃত্বের প্রশংসা করে বলেন, “আমি শুধু ইসরায়েলিদের পক্ষ থেকেই নয়, বরং বিশ্বজুড়ে ইহুদি জনগণ ও আরও অনেক মানুষের পক্ষ থেকে তাঁর প্রতি কৃতজ্ঞতা জানাই।”

উল্লেখ্য, এর আগে মার্কিন কংগ্রেস সদস্য বাডি কার্টারও ইরান-ইসরায়েল যুদ্ধবিরতিতে মধ্যস্থতার ভূমিকার জন্য ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিতে নোবেল কমিটিকে আহ্বান জানান।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize