সিরিয়া-ভিত্তিক আল-নুসরা ফ্রন্টকে আর ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে বিবেচনা করছে না যুক্তরাষ্ট্র। সোমবার (৭ জুলাই) অনলাইনে প্রকাশিত একটি স্মারকলিপিতে এই তথ্য জানানো হয়। সংগঠনটি বর্তমানে হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) নামে পরিচিত এবং অন্তর্বর্তীকালীন সিরীয় প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নেতৃত্বে পরিচালিত হচ্ছে।
এক সময় আল-কায়েদার সিরিয়া শাখা হিসেবে পরিচিত আল-নুসরা ফ্রন্ট ২০১৬ সালে আনুষ্ঠানিকভাবে আল-কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। এরপর থেকেই সংগঠনটি নিজস্ব রাজনৈতিক ও সামরিক কাঠামো গড়ে তোলে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গত ২৩ জুন একটি স্মারকলিপিতে এই সিদ্ধান্তের কথা জানান, যা মঙ্গলবার (৮ জুলাই) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে মার্কিন প্রশাসন। তবে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।
আরও পড়ুন
এই ঘোষণার আগে গত ৩০ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার ওপর আরোপিত জটিল নিষেধাজ্ঞা কাঠামো শিথিল করতে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এতে দেশটির উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম ও সামাজিক পুনর্গঠন সংশ্লিষ্ট কিছু প্রতিষ্ঠানের ওপর থেকে নিষেধাজ্ঞা আংশিকভাবে তুলে নেওয়ার কথা জানায় যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ।
সংশ্লিষ্ট মহল মনে করছে, এই পদক্ষেপ সিরিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক ভারসাম্য এবং যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতিতে নতুন বার্তা বহন করছে। তবে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নানাবিধ প্রতিক্রিয়া দেখা যেতে পারে।