২০২৫ সালের হেনলি পাসপোর্ট ইনডেক্সে প্রকাশিত হয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশের তালিকা। ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধায় ভ্রমণের বিচারে এবারও শীর্ষস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর, যার নাগরিকরা বিশ্বের ১৯৩টি দেশে ভিসা ছাড়াই প্রবেশের সুযোগ পান।
দ্বিতীয় অবস্থানে রয়েছে এশিয়ার দুই প্রযুক্তিনির্ভর দেশ জাপান ও দক্ষিণ কোরিয়া। এই দুটি দেশের নাগরিকরা ১৯০টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। রাজনৈতিক স্থিতিশীলতা ও কূটনৈতিক সক্রিয়তা এই সাফল্যের পেছনে ভূমিকা রেখেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
তৃতীয় স্থানে রয়েছে আটটি ইউরোপীয় দেশ—ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস ও স্পেন। এই দেশগুলোর পাসপোর্টধারীরা ১৮৯টি দেশে ভিসামুক্ত সুবিধা ভোগ করেন, যা ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ফসল।
আরও পড়ুন
অস্ট্রিয়া, বেলজিয়াম, লুক্সেমবার্গ, নরওয়ে, পর্তুগাল ও সুইডেন ১৮৮টি দেশে প্রবেশাধিকার নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। পঞ্চম অবস্থানে রয়েছে গ্রিস, নিউজিল্যান্ড ও সুইজারল্যান্ড, যাদের নাগরিকরা ১৮৭টি দেশে ভিসা ছাড়াই যেতে পারেন।
তালিকার শেষ দিকে রয়েছে যুক্তরাষ্ট্র, আইসল্যান্ড ও লিথুয়ানিয়া। এই তিন দেশের পাসপোর্টধারীরা ১৮২টি দেশে ভ্রমণের অনুমতি পান। বিশেষজ্ঞদের মতে, একটি দেশের পাসপোর্টের শক্তি নির্ভর করে তার বৈশ্বিক কূটনীতি, রাজনৈতিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর।