ভারতে আটকে থাকা ব্রিটিশ যুদ্ধবিমান সরিয়ে নেওয়া হচ্ছে

British fighter jets stranded in india are being evacuated

ভারতের কেরালার ত্রিভানদ্রম বিমানবন্দরে তিন সপ্তাহ ধরে রানওয়েতে আটকে থাকা ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর এফ-৩৫বি (F-35B) স্টেলথ যুদ্ধবিমানটিকে অবশেষে হ্যাংারে সরিয়ে নেওয়া হয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি অচল হয়ে পড়লে ব্রিটিশ প্রকৌশলীরা তা মেরামতের চেষ্টা চালিয়ে যান।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, যুদ্ধবিমানটি এখন যুক্তরাজ্যে ফিরিয়ে নেওয়া হবে কি না, অথবা কীভাবে তা ফিরিয়ে আনা হবে—তা নিয়ে চিন্তাভাবনা চলছে। এ লক্ষ্যে বিশাল সামরিক পরিবহন বিমান সি-১৭ গ্লোবমাস্টার ব্যবহার করা হতে পারে। এ ছাড়া সম্প্রতি একদল প্রকৌশলী মালবাহী উড়োজাহাজ এয়ারবাস এ-৪০০এমে করে কেরালায় পৌঁছেছেন বিমানটি মূল্যায়নের জন্য।

বিশেষজ্ঞরা দেখবেন, স্থানীয়ভাবে বিমানটি মেরামত সম্ভব কি না, অথবা তা খণ্ডিত করে সরিয়ে নিতে হবে কি না। যেহেতু এটি একটি স্টেলথ যুদ্ধবিমান, তাই এর প্রযুক্তিগত গোপনীয়তা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি যন্ত্রাংশ নিরাপত্তা কোডের আওতায় রয়েছে এবং অপসারণ, পরিবহন ও তদারকির প্রতিটি ধাপ কঠোরভাবে নথিভুক্ত করা হচ্ছে।

উল্লেখ্য, এফ-৩৫বি হচ্ছে বিশ্বের অন্যতম ব্যয়বহুল যুদ্ধবিমান। প্রতিটি বিমানের দাম ১১ কোটি ডলার ছাড়িয়ে গেছে। উন্নয়নেও লেগেছে বিপুল অর্থ ও সময়। এমন একটি বিমান ২০১৯ সালে যুক্তরাষ্ট্র থেকে সি-১৭ বিমানে করে ইউটাহতে নেওয়া হয়েছিল, যার প্রস্তুতিতে সময় লেগেছিল চার বছর এবং ব্যয় হয়েছিল দেড় লাখ ডলার।

ব্রিটিশ প্রতিরক্ষা কর্তৃপক্ষ বলছে, যুদ্ধবিমানটি মেরামত হোক বা সরিয়ে নেওয়া হোক—সব ক্ষেত্রে নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এর সঙ্গে যুক্ত রয়েছে সরাসরি রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থ।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize