যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান সমর্থিত বাহিনী

Iran backed forces preparing to attack us base

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জবাবে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে হামলার পরিকল্পনা করছে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো। নিউইয়র্ক টাইমস রোববার (২২ জুন) এক মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো এই পরিকল্পনার তথ্য শনাক্ত করেছে। হামলার মূল লক্ষ্য হতে পারে ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটি, তবে সিরিয়াতেও হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

প্রতিবেদনে আরও বলা হয়, বর্তমানে ইরান-সমর্থিত এই মিলিশিয়াগুলোর গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ইরাক সরকার হামলা প্রতিরোধে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস কিংবা ইরান—কোনো পক্ষই এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

বিশেষ করে ইরাকের আনবার প্রদেশে অবস্থিত আইন আল-আসাদ ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সেনাদের অবস্থান রয়েছে। এই ঘাঁটি থেকে তারা ইরাকি সেনাদের সহায়তা ছাড়াও ন্যাটোর মিশনে অংশ নেয়। উল্লেখযোগ্য যে, ২০২০ সালে ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে মার্কিন ড্রোন হামলায় হত্যা করার পর এই ঘাঁটিতে ব্যাপক মিসাইল হামলা চালিয়েছিল ইরান।

এছাড়া ইরাকের কুর্দিস্তান অঞ্চলের ইরবিল বিমানঘাঁটিতেও রয়েছে মার্কিন সেনাদের উপস্থিতি। এটি যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র দেশগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়। এখানে সামরিক প্রশিক্ষণ, গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং সরঞ্জাম সরবরাহের কাজ পরিচালিত হয়।

মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ ক্রমেই বাড়ছে, বিশেষ করে ইরান-ইসরায়েল বিরোধ ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা এই অঞ্চলে নতুন করে অস্থিরতা তৈরি করছে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize