যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসনে সহায়তার অভিযোগে ভারতের বেশ কয়েকটি ভ্রমণ সংস্থার মালিক, নির্বাহী এবং জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এ ঘোষণা দেয়। এতে বলা হয়, সংশ্লিষ্ট সংস্থাগুলো সচেতনভাবে অবৈধভাবে অভিবাসন প্রক্রিয়ায় জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ভারতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কনস্যুলেটগুলো নিয়মিতভাবে অবৈধ অভিবাসন, মানবপাচার এবং সংশ্লিষ্ট অপরাধীদের চিহ্নিত করার কাজে নিয়োজিত রয়েছে। এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এসব ভ্রমণ সংস্থার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, অবৈধ অভিবাসনের মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশকারীদের সহায়তাকারীদেরও জবাবদিহির আওতায় আনা হবে। এই উদ্যোগের অংশ হিসেবে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এমনকি, যেসব ব্যক্তি সাধারণত ভিসা ওয়েভার প্রোগ্রামের আওতায় পড়েন, তারাও এই নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারেন।
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে আইনের শাসন প্রতিষ্ঠা এবং নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়। দেশটি অবৈধ অভিবাসন প্রতিরোধে নানা পদক্ষেপ গ্রহণ করছে এবং এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কড়া অবস্থান নিচ্ছে।
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী ভারতীয়দেরও দেশে ফেরত পাঠানোর ঘটনা ঘটেছে। কিছু ক্ষেত্রে তাদের হাত ও কোমরে রশি বেঁধে বিমানযোগে ভারতে ফেরত পাঠানো হয়েছে, যা নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়। এই প্রেক্ষাপটে মার্কিন প্রশাসনের এই পদক্ষেপকে একটি কঠোর বার্তা হিসেবেই দেখছেন পর্যবেক্ষকরা।