যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ব্যক্তিগত বাড়ি, দুটি সম্পত্তি ও একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন এক যুবককে গ্রেপ্তার করেছে লন্ডনের পুলিশ।
স্থানীয় সময় সোমবার ভোররাতে লন্ডনের উত্তরের কেন্টিশ টাউনে প্রধানমন্ত্রীর বাসায় আগুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ২১ বছর বয়সী এক যুবককে জীবন বিপন্ন করার উদ্দেশ্যে অগ্নিসংযোগের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সম্পত্তি লক্ষ্য করে এই ধরনের হামলা বিরল এবং উদ্বেগজনক। সরকার ও স্থানীয় কর্তৃপক্ষ এই ঘটনাকে গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত করছে। কিয়ার স্টারমার প্রধানমন্ত্রী হওয়ার আগে তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ওই বাড়িতে থাকতেন। ঘটনার পর স্টারমারের একজন মুখপাত্র জরুরি সেবাদানকারী সংস্থাগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।