মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন মধ্যপ্রাচ্য সফরকে সামনে রেখে, যুক্তরাষ্ট্র ইন্দো-প্যাসিফিকের একটি ঘাঁটিতে বি-৫২ পারমাণবিক বোমারু বিমান মোতায়েন করছে।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এর আগে পেন্টাগন ভারত মহাসাগরের ডিয়াগো গার্সিয়া দ্বীপে ছয়টি বি-২ বোমারু বিমান মোতায়েন করেছিল। বিশেষজ্ঞরা বলছেন, বি-২ বিমান সবচেয়ে ভারী মার্কিন বোমা এবং পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম।
নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা জানিয়েছেন, এবার বি-২ এর পরিবর্তে বি-৫২ বোমারু বিমান ব্যবহার করা হচ্ছে। তবে পেন্টাগন এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
আরও পড়ুন
এদিকে, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিরোধ নিরসনের জন্য ইরান ও মার্কিন আলোচকদের মধ্যে ওমানে আলোচনা হয়েছে এবং সামনে আরও কয়েক দফা আলোচনার পরিকল্পনা রয়েছে।
ট্রাম্প প্রশাসন ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ বজায় রেখেছে এবং সম্প্রতি ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ওপর হামলা বন্ধের চুক্তিতে পৌঁছেছে, যেখানে বি-২ বোমারু বিমান ব্যবহার করা হয়েছিল।