ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগে মার্কিন জিম্মিকে মুক্তি দিচ্ছে হামাস

Hamas releases us hostage ahead of trump's middle east visit

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরাইলি-আমেরিকান জিম্মি এডান আলেকজান্ডারকে মুক্তি দেয়ার ঘোষণা দিয়েছে। গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

হামাস জানায়, আলোচনা পুনরায় শুরু করতে এবং গাজায় সাহায্য পাঠানোর অংশ হিসেবে আলেকজান্ডারকে মুক্তি দেয়া হবে। ইসরাইল গত ৭০ দিন ধরে গাজায় খাদ্য, ওষুধ এবং জ্বালানিসহ সমস্ত সাহায্য প্রবেশে বাধা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন মধ্যপ্রাচ্য সফরের কয়েকদিন আগে হামাস এই ঘোষণা দিলো।

হামাসের বিবৃতিতে আলেকজান্ডারের মুক্তির সময় উল্লেখ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হবে।

ইসরাইলি সংবাদমাধ্যম জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করতে মার্কিন দূত স্টিভ উইটকফ সোমবার ইসরাইল সফর করবেন।

ফিলিস্তিনি সংগঠনটি কাতারে মার্কিন প্রশাসনের একজন কর্মকর্তার সাথে সরাসরি আলোচনা করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনায় যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং মানবিক সাহায্যের প্রবেশ সহজতর করার ওপর জোর দেওয়া হয়েছে।

তেল আবিবে জন্মগ্রহণকারী এবং নিউ জার্সিতে বেড়ে ওঠা আলেকজান্ডার গাজার সীমান্তে একটি পদাতিক ইউনিটে কর্মরত ছিলেন। গত ৭ অক্টোবরের হামলায় হামাস তাকে ধরে নিয়ে যায়।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize