হোয়াইট হাউস ও কাতারের রাজপরিবারের মধ্যে একটি বিলাসবহুল বোয়িং ৭৪৭-৮ জেট বিমান হস্তান্তরের আলোচনা চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কাতার এই জেট বিমানটি উপহার হিসেবে দিচ্ছে। তবে কাতার বলছে, এটি ‘সাময়িক ব্যবহারের’ জন্য দেওয়া নিয়ে আলোচনা চলছে।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একে ‘উপহার’ হিসেবে উল্লেখ করে বলেছেন, কাতার ৪০ বছর পুরোনো এয়ার ফোর্স ওয়ান-এর পরিবর্তে সম্পূর্ণ বিনামূল্যে এই বিমান দিচ্ছে।
তবে কাতারের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি উপহার নয়, বরং ‘সাময়িক ব্যবহারের’ জন্য দেওয়া নিয়ে আলোচনা চলছে। কাতারের এক মুখপাত্র জানান, বিষয়টি এখনো আইনি পর্যালোচনার মধ্যে রয়েছে এবং কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
আরও পড়ুন
বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের বিমান হস্তান্তরের বিষয়টি আইনগত ও নৈতিকভাবে নানা প্রশ্নের জন্ম দিতে পারে। কারণ, বিদেশি রাষ্ট্রপ্রধানের কাছ থেকে উপহার গ্রহণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে কড়া আইন ও নীতিমালা রয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জানান, যেকোনো উপহার আইন মেনেই গ্রহণ করা হবে।
সিবিএস নিউজ জানিয়েছে, ট্রাম্পের মেয়াদ শেষে এই বিমানটি তার প্রেসিডেনশিয়াল লাইব্রেরিতে ‘দান’ করা হতে পারে। সাধারণত, এয়ার ফোর্স ওয়ান পরবর্তী প্রশাসনগুলোর জন্য রেখে দেওয়া হয়।
বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের বহনকারী এয়ার ফোর্স ওয়ান হিসেবে ব্যবহৃত বোয়িং ৭৪৭-২০০বি মডেলের দুটি বিমান ১৯৯০-৯১ সাল থেকে ব্যবহৃত হচ্ছে। বোয়িং নতুন দুটি ৭৪৭-৮ তৈরির চুক্তি পেলেও, তারা সময়মতো সরবরাহ করতে পারছে না বলে ট্রাম্প অভিযোগ করেছেন। বোয়িং জানিয়েছে, নতুন বিমান দুটি ২০২৭ বা ২০২৮ সালের আগে প্রস্তুত হবে না।