ভারত–পাকিস্তান যুদ্ধবিরতির সিদ্ধান্তের প্রশংসায় বিশ্বনেতারা

World leaders praise india pakistan ceasefire decision

কয়েক দিনের সংঘাতের পর ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় বিশ্বনেতারা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

গত ২২শে এপ্রিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার মাধ্যমে এই উত্তেজনার শুরু। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে, যা পাকিস্তান দৃঢ়ভাবে অস্বীকার করে এবং নিরপেক্ষ তদন্তের আহ্বান জানায়।

এরপর ভারত পাকিস্তানের ওপর হামলা চালায়, যাতে বেসামরিক নাগরিক নিহত হন। পাকিস্তানও পাল্টা হামলা চালায়।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি উভয় পক্ষকে উত্তেজনা প্রশমনে শান্তির পথে থাকার আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছেন এবং একে শান্তির পথে একটি ইতিবাচক পদক্ষেপ বলেছেন।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানান, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পাকিস্তানের সংযমের প্রশংসা করেছেন। তুরস্ক উভয় দেশকে সংলাপের জন্য যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছে। সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবেইরও যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize