ভারত ও পাকিস্তান সোমবার আবারও আলোচনায় বসতে রাজি হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী বিক্রম মিশ্র। এর আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের যুদ্ধবিরতির ঘোষণা দেন, যা পরে উভয় দেশ নিশ্চিত করে।
বিক্রম মিশ্রি জানান, পাকিস্তানের সামরিক অভিযানের ডিরেক্টর জেনারেল ভারতের ডিরেক্টর জেনারেলকে ফোন করে স্থল, বিমান ও নৌপথে হামলা বন্ধের কথা জানান।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ভারত ও পাকিস্তান তাদের বিরোধপূর্ণ বিষয়গুলো নিয়ে ‘নিরপেক্ষ’ স্থানে আলোচনা করতে রাজি হয়েছে।
আরও পড়ুন
রুবিও আরও জানান, শান্তির পথ বেছে নেওয়ায় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শেহবাজ শরিফের প্রজ্ঞা এবং নেতৃত্বের প্রশংসা করেন। তিনি জানান, এই বিষয়ে গত ৪৮ ঘণ্টায় তিনি ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দুই দেশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন।