ভারত-পাকিস্তানকে যেভাবে যুদ্ধবিরতিতে রাজি করালো আমেরিকা

How america convinced india and pakistan to sign a ceasefire

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে ভারত ও পাকিস্তান ‘পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে’ সম্মত হয়েছে।

শনিবার ট্রাম্প তার সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে জানান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাত আলোচনার পর ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে।

ট্রাম্প দুই দেশের সাধারণ বুদ্ধি ও চমৎকার কৌশল প্রয়োগের প্রশংসা করেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, গত ৪৮ ঘণ্টায় তিনি এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তানের সেনাপ্রধানসহ দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করেছেন।

তিনি আরও জানান, শান্তির পথ বেছে নেওয়ার জন্য তারা প্রধানমন্ত্রী মোদী ও প্রধানমন্ত্রী শরিফের প্রজ্ঞা এবং রাষ্ট্রনায়কসুলভ সিদ্ধান্তের প্রশংসা করেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post