রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা, মস্কোর সব বিমানবন্দর বন্ধ

Ukraine drone attack in russia, all moscow airports closed

রাশিয়া অভিযোগ করেছে যে ইউক্রেন টানা দুই রাত ধরে মস্কোয় ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়ার বিমান চলাচল পর্যবেক্ষণ সংস্থা রোসাভিয়াতসিয়া জানিয়েছে, নিরাপত্তার জন্য তারা রাজধানীর চারটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।

মস্কো ছাড়াও, পেনজা এবং ভোরোনেজের গভর্নররাও জানিয়েছেন যে মঙ্গলবার রাতে তাদের এলাকায় ড্রোন হামলা হয়েছে। রাশিয়ান সামরিক ব্লগারদের মতে, মস্কোর দক্ষিণে একটি অ্যাপার্টমেন্টের জানালা ড্রোন হামলায় ভেঙে গেছে। রাশিয়া এর আগে সোমবার জানিয়েছিল, তারা ২৬টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে।

ইউক্রেন এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে খারকিভের মেয়র দাবি করেছেন, রাশিয়াও রাতে তাদের শহর এবং কিয়েভের আশেপাশে ড্রোন হামলা চালিয়েছে।তিন বছরের বেশি আগে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরুর পর থেকে কিয়েভ মস্কোর ওপর বেশ কয়েকবার ড্রোন হামলা চালিয়েছে। মার্চ মাসে তাদের সবচেয়ে বড় ড্রোন হামলায় তিনজন নিহত হয়।

সোমবার ইউক্রেনীয় সেনারা রাশিয়ার কুরস্ক অঞ্চলে অগ্রসর হওয়ার চেষ্টা করছে, এমন খবরের মধ্যেই মস্কোয় ড্রোন হামলার ঘটনা ঘটলো। ইউক্রেনীয় সামরিক কর্মকর্তাদের মতে, তারা রাশিয়ার কুরস্ক অঞ্চলের টিওটকিনো গ্রামের কাছে একটি ড্রোন কমান্ড ইউনিটে আঘাত করেছে।

গত এপ্রিল মাসে, মস্কো বলেছিল যে ইউক্রেনীয় বাহিনী আকস্মিক আক্রমণ শুরু করার নয় মাস পর তারা পুরো অঞ্চলের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে। তবে কিয়েভ জোর দিয়ে বলেছে যে তাদের সেনারা এখনো সীমান্ত পেরিয়ে কাজ করছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize