যুক্তরাষ্ট্রের এক তুর্কি ডক্টরেট শিক্ষার্থীকে গ্রেপ্তার ও তাঁর ভিসা বাতিল করেছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। গাজায় ইসরায়েলের যুদ্ধে ফিলিস্তিনিদের পক্ষে সোচ্চার হওয়ার কারণে তাঁর বিরুদ্ধে এ শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়।
ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের টাফটস বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীর নাম রুমেসা ওজতুর্ক (৩০)। বোস্টনের কাছ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
দেশজুড়ে যে প্রবণতা আমরা লক্ষ করছি, তাতে তাঁর (রুমেসা) বাক্স্বাধীনতার অধিকারচর্চাই তাঁকে আটক করার পেছনে ভূমিকা রেখেছে।
রুমেসাকে গ্রেপ্তার ও ভিসা বাতিল করায় বোস্টনের ফেডারেল আদালতে একটি পিটিশন দাখিল করেছেন তাঁর আইনজীবী মাশা খানবাবাই।
পিটিশনে আইনজীবী বলেন, বন্ধুদের সঙ্গে ইফতার করতে রুমেসা গত মঙ্গলবার তাঁর সমারভিলের বাসা থেকে বাইরে যান। সে সময় হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কর্মকর্তারা তাঁকে গ্রেপ্তার করেন।