বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আমেরিকাকে প্রত্যাহার করে নিলেন ট্রাম্প

2f465c848ac4f89cd8f66620481294b9 678f207baca77

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘণ্টা পরই এ সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানায়, প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের পদক্ষেপ নিয়েছেন। এই পদক্ষেপ বিশ্বব্যাপী স্বাস্থ্যখাতে সহায়তার শীর্ষ দেশ হিসেবে থাকা যুক্তরাষ্ট্রের অবস্থান দুর্বল করবে। এ ছাড়া পরবর্তী কোনো মহামারির বিরুদ্ধে লড়াই করা আরও কঠিন করে তুলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

নির্বাহী আদেশে সইয়ের পর ট্রাম্প বলেন, ‘এটা অন্যতম গুরুত্বপূর্ণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যুক্তরাষ্ট্রের কাছ থেকে এতদিন ‘‘অন্যায়ভাবে বেশি অর্থ’’ দাবি করত।’

ট্রাম্পের এমন নির্বাহী আদেশের ফলে যুক্তরাষ্ট্র জাতিসংঘের স্বাস্থ্য বিষক সংস্থা থেকে বেরিয়ে যেতে ১২ মাস সময় পাবে। এ সময়ের মধ্যে দেশটি ডব্লিউএইচওকে আর্থিক তহবিল বন্ধ করতে পারবে। সংস্থাটিতে অন্যতম আর্থিক যোগানদাতা যুক্তরাষ্ট্র। মোট তহবিলের ১৮ শতাংশ দিয়ে থাকে দেশটি।

ট্রাম্পের এই পদক্ষেপ অপ্রত্যাশিত নয়। দীর্ঘদিন ধরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমালোচনা করে আসছেন তিনি। এর আগে প্রথম মেয়াদের শেষ দিকে ২০২০ সালের জুলাইয়ে সংস্থাটি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের আনুষ্ঠানিক পদক্ষেপ নিয়েছিলেন ট্রাম্প।

আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে বেশ কিছু নির্বাহী আদেশে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়াও প্যারিস জলবায়ু চুক্তি থেকেও যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের আদেশে সই করেছেন তিনি। এ ছাড়া বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize