ফের বিমান বিধ্বস্ত, নিহত ৩

ফের বিমান বিধ্বস্ত, নিহত ৩

অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে দুই বিদেশি পর্যটকসহ তিনজন নিহত হয়েছেন এবং আরও তিনজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। বুধবার (৮ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থ শহরের কাছে রটনেস্ট দ্বীপের নিকটে মঙ্গলবার বিকেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিমানটি ছয়জন পর্যটককে বহন করছিল। বিধ্বস্তের সময় ঘটনাস্থলেই সুইজারল্যান্ড ও ডেনমার্কের দুই পর্যটক এবং পাইলট প্রাণ হারান। অন্য তিনজন আহত পর্যটককে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

পশ্চিম অস্ট্রেলিয়ার প্রিমিয়ার রজার কুক এক সংবাদ সম্মেলনে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক এবং কঠিন একটি সময়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।”

A person is carried to an ambulance after a seaplane has crashed into water at Rottnest Island, triggering a major emergency response off the Perth coast. Picture: ABC News

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজও এ ঘটনায় শোক প্রকাশ করে বলেছেন, “ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাই। আমরা তাদের পাশে রয়েছি। এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে।”

স্থানীয় কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু করেছে। প্রাথমিকভাবে এটি কীভাবে ঘটেছে তা নিয়ে তদন্ত চলছে। রটনেস্ট দ্বীপটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হওয়ায় এ দুর্ঘটনা পর্যটনখাতেও প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই মর্মান্তিক দুর্ঘটনা প্রিয়জন হারানোর শোক বয়ে এনেছে। ক্ষতিগ্রস্ত পরিবার ও আহতদের প্রতি সহানুভূতি জানিয়ে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize