জর্জিয়ার স্কাই রিসোর্ট থেকে ১২ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে কার্বণ মনোঅক্সাইড গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে। পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর বিবিসি
কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে ১১ জন বিদেশি পর্যটক এবং বাকী একজন জর্জিয়ার নাগরিক। দেশটির উত্তরে অবস্থিত গুদারি স্কাই স্টেশনের একটি রেস্টুরেন্টের ঘুমানোর স্থান থেকে ওই ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে কোনো ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি এবং তাদের শরীরে আঘাতের কানো চিহ্ন মেলেনি। ধারণা করা হচ্ছে এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে।
আরও পড়ুন
গুদারি সাবেক সোভিয়েত ইউনিয়নের সবচেয়ে বড় এবং উঁচু স্কাই রিসোর্ট।