বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে ৩ চুক্তি

বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে ৩ চুক্তি

সম্প্রতি বাংলাদেশ এবং ব্রাজিলের মধ্যে কৃষি, প্রতিরক্ষা এবং খেলাধুলাবিষয়ক ৩টি সহযোগিতামূলক চুক্তি সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান।

তিনি বলেন, ৩টি চুক্তি ছাড়াও ব্রাজিলের সঙ্গে দ্বৈত কর, আইসিটি, অর্থনৈতিক ও বাণিজ্য সংলাপ, কৃষি গবেষণা, চিনি ও খাদ্যশিল্প, স্বাস্থ্য, বাণিজ্য, বিমান পরিষেবা, সরাসরি শিপিং পরিষেবা, কৌশলগত অধ্যয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, প্রশমন এবং স্থিতিস্থাপকতা এবং সংস্কৃতিবিষয়ক আরও ১২টি চুক্তি আলোচনাধীন রয়েছে।

এ ছাড়া ক্ষুদ্রঋণসংক্রান্ত সহযোগিতার বিষয়ে বাংলাদেশ সম্প্রতি আর্জেন্টিনার কাছ থেকে একটি প্রস্তাব পেয়েছে। দ্বৈত কর, তুলা সম্পর্কিত সহযোগিতা, বাণিজ্য সহজীকরণের বিষয়ে আরও ৩টি চুক্তি প্রস্তাবের ওপর আজেন্টিনার সঙ্গে আলোচনা চলমান রয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post