দালাল চক্রের অপতৎপরতার ফলে ইতালিতে বৈধ অভিবাসনের ক্ষেত্রে দেখা দিয়েছে চরম জটিলতা। চলমান স্পন্সর ভিসার আবেদনও করতে পারছে না বহু বাংলাদেশি।
তবে, অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে দেশটিতে প্রবেশে বাংলাদেশিদের ঢল অব্যাহত রয়েছে। চলতি বছর ১১ হাজারেরও বেশি বাংলাদেশি সাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশ করেছে।
চলতি বছর শুধুমাত্র ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে যত প্রবাসী এসেছেন তাদের মধ্যে শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ।
ইতালিতে ২০২৫ সালের জন্য স্পন্সর ভিসার আবেদন প্রক্রিয়ায় আগাম ফরম পূরণ শুরু হয়েছে। নভেম্বরের পুরো মাস জুড়েই করা যাচ্ছে আগাম ফরম পূরণ। এই আবেদনের ক্লিক ডে নির্ধারণ করা হয়েছে ২০২৫ সালের ৫, ৭ এবং ১২ ফেব্রুয়ারি।
আরও পড়ুন
এরপরেও জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশ করছেন বাংলাদেশিরা। চলতি বছরের ১০ মাসেই সাগর পথে ইতালিতে এসেছেন ১১ হাজারেরও বেশি বাংলাদেশি।
ইতালি প্রবাসীরা বলছেন, দালালদের কারণে বৈধপথে আসতে না পারায় এ পথ বেছে নিয়েছেন অনেকে। এক্ষেত্রে জীবনের ঝুঁকির পাশাপাশি বৈধতারও কোন সুযোগ নেই বলে সতর্ক করছেন তারা।