দালাল চক্রের অপকর্মের ফলে ইতালিতে বৈধ অভিবাসনের ক্ষেত্রে দেখা দিয়েছে জটিলতা। চলমান সময়ে স্পন্সর ভিসার আবেদনও করতে পারছে না বহু বাংলাদেশি। ফলে স্বপ্নের দেশ ইতালিতে যাওয়ার স্বপ্ন ভাঙ্গছে বাংলাদেশিদের।
২০২৫ সালের জন্য স্পন্সর ভিসার আবেদন প্রক্রিয়ায় আগাম ফরম পূরণ শুরু হয়েছে ইতোমধ্যে। নভেম্বরের পুরো মাস জুড়ে আগাম ফরম পূরণ করা যাবে। এই আবেদনের ক্লিক ডে নির্ধারণ করা হয়েছে ২০২৫ সালের ৫, ৭ এবং ১২ ফেব্রুয়ারি।
এদিকে বৈধপথে জটিলতা দেখা দেয়ায় জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশ করছেন বাংলাদেশিরা। চলতি বছরের ১০ মাসে ইতালিতে পাড়ি জমিয়েছেন ১১ হাজারেরও বেশি বাংলাদেশি। দেশটির রাজধানী রোমসহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে তাদের রাখা হয়েছে।
আরও পড়ুন
ইতালি প্রবাসীরা বলছেন, দালালদের কারণে বৈধপথে আসতে না পারার কারণেই এ পথ বেছে নিয়েছেন বাংলাদেশিরা। এক্ষেত্রে জীবনের ঝুঁকির পাশাপাশি বৈধতার কোন সুযোগ নেই বলে সতর্ক করছেন তারা।
চলতি বছর শুধুমাত্র ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে এসেছে ৫৭ হাজার ৯১১ জন অভিবাসনপ্রত্যাশী। তাদের মধ্যে শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ।