যুক্তরাজ্যে ইসলাম ধর্ম প্রচারকের যাবজ্জীবন কারাদণ্ড

যুক্তরাজ্যে ইসলাম ধর্ম প্রচারকের যাবজ্জীবন কারাদণ্ড

সন্ত্রাসী সংগঠন পরিচালনার দায়ে ব্রিটেনের আলোচিত ধর্মীয় নেতা আনজেম চৌধুরীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) এ রায় দেন লন্ডনের একটি আদালত। জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

রায়ে বলা হয়, ‘আল মুহাজিরন’ নামক সন্ত্রাসী সংগঠন পরিচালনা করছিলেন কট্টর ইসলামপন্থী এই নেতা। পাশাপাশি, ইসলামের অপব্যাখ্যা দিয়ে সংগঠনটিতে কম বয়সীদের নিয়োগ দিচ্ছিলেন তিনি। সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ২০১০ সালে সংগঠনটিকে যুক্তরাজ্যে নিষিদ্ধ ঘোষণা করা হয়।

রায় অনুযায়ী, কমপক্ষে ২৮ বছর কারাভোগ করতে হবে ৫৭ বছর বয়সী আনজেম চৌধুরীকে। এর আগে, সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটকে (আইএস) সমর্থনের দায়ে অভিযুক্ত হন তিনি। দুবছর আগে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে অনুসারীসহ গ্রেফতার হন এই ধর্ম প্রচারক।

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize