বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা সহজ করার অনুরোধ

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা সহজ করার অনুরোধ

বাংলাদেশে নিযুক্ত লিথুয়ানিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ডায়ানা মিকেভিসিয়েন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (১ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিবের দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্রসচিব নবনিযুক্ত রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান এবং তার সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

তিনি লিথুয়ানিয়ার কৃষি খাত এবং দুই দেশের মধ্যে সম্ভাব্য সহযোগিতার বিষয়ে খোঁজখবর নেওয়ার পরামর্শ দেন। এছাড়া বাণিজ্য ইস্যুতে দেশটির ব্যবসায়ী প্রতিনিধিদলকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান।

লিথুয়ানিয়ায় পড়াশোনার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের ক্রমবর্ধমান আগ্রহের কথা উল্লেখ করে পররাষ্ট্রসচিব রাষ্ট্রদূতকে অনুরোধ করেন, যাতে শিক্ষার্থীরা সহজে দেশটিতে তাদের ভিসা পেতে পারে।

তিনি আইসিটি সেক্টরে সহযোগিতা এবং লিথুয়ানিয়ান ফিনটেক কোম্পানির জন্য দক্ষ আইটি পেশাদার নিয়োগের পরামর্শ দেন।

বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রশংসা করে রাষ্ট্রদূত মিকেভিকিয়েনি লিথুয়ানিয়া বাংলাদেশের সঙ্গে কৃষির ক্ষেত্রে বিশেষ করে শস্য, জ্বালানি এবং আইসিটি খাতে বাণিজ্যে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন।

তিনি লিথুয়ানিয়ায় পড়াশোনা করতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা সহজ করার বিষয়ে আশ্বাস দেন। এছাড়া তারা দুই দেশের মধ্যে নিয়মিত যৌথ পরামর্শক সভা করার জন্য একটি সমঝোতা স্মারক সইয়ের ব্যাপারে সম্মত হয়েছেন।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize