ইতালিতে কোরবানি দেবেন রেকর্ড সংখ্যক বাংলাদেশি

ইতালিতে কোরবানি দেবেন রেকর্ড সংখ্যক বাংলাদেশি

ইতালিতে আগামী রোববার (১৬ জুন) পবিত্র ঈদুল আজহা পালিত হবে। আগামী রোববার দেশটির বিভিন্ন শহরে প্রায় ২ লাখ ৬০ হাজার বাংলাদেশিসহ অন্যান্য দেশের ২৫ লাখ মুসলিম ধর্মাবলম্বীরা ঈদ উদযাপন করবেন। সাধারণত সৌদি আরবের সঙ্গে মিল রেখেই ঈদ উদযাপন করা হয় ইউরোপের দেশগুলোতে।

ঈদুল আজহার প্রধান অনুষঙ্গ যেহেতু পশু কোরবানি, তাই প্রবাসী মুসলমানদের মধ্যে পশু কোরবানি নিয়েই তোড়জোড় বেশি। ইতিমধ্যে ঈদকে সামনে রেখে দেশে ও প্রবাসে পশু কোরবানি করতে প্রস্তুতি সম্পন্ন করছেন প্রবাসীরা।

তবে প্রবাসে দেশের মতো ঈদুল আজহার আগে কোরবানির হাটে গিয়ে পশু কিনে এনে ঈদের দিন পশু কোরবানি দেওয়ার ব্যবস্থা এখানে না থাকায় অন্য উপায়ে প্রবাসীরা এখানে পশু কোরবানি দিয়ে থাকেন।

দেশি গ্রোসারি, ডেইরি ফার্মে কোরবানির অর্ডার দিচ্ছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। কেউ কেউ আবার ব্যক্তি উদ্যোগে কোরবানি দিচ্ছেন বলে জানান প্রবাসী বাংলাদেশিরা।

ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা বলছেন, এবারের ঈদুল আজহা ছুটির দিন হওয়াতে প্রবাসীদের মাঝে বেশ আনন্দের এবং উৎসবমুখর হবে।

ভিচেন্সায় বাংলাদেশি ব্যবসায়ী আব্দুল হালিম জানান, তিনি স্থানীয় ডেইরি ফার্মে পশু কোরবানির ব্যবস্থা করেছেন। ঈদুল আজহার দিন ঈদের নামাজ আদায় করে বাসায় ফিরে কোরবানির যাবতীয় কাজ সম্পাদন শেষে আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

থিয়েনে বসবাসরত বাংলাদেশি মোহাম্মদ সাত্তার বলেন, ঈদুল আজহার দিন ঈদের নামাজ আদায় শেষে প্রবাসের আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

তা ছাড়া বাংলাদেশে আত্মীয়স্বজনদের সঙ্গে মুঠোফোনে ঈদ শুভেচ্ছায় মাতবেন। ঈদুল আজহায় পশু কোরবানির ব্যবস্থা ডেয়ারি ফার্মেই করেছেন বলে জানান তিনি।

ইতালি প্রশাসনের অনুমতি সাপেক্ষে দেশটির বিভিন্ন শহরের মসজিদগুলোতে ও ইতালির রাজধানী রোমে ভিক্টোরিয়া পার্কে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়া ইতালির ভেনিস, নাপোলি, ভেসেন্সা, কাতানিয়া, আনকোনা, রিমিনি, ভেনিস, নোভারা, ভারেজে, গালারাতে, লিগ্নিয়ানো, কোমো, লেক্কো, পিয়েলতেল্লো, ব্রেসিয়া, মোনছা, কারনাতেসহ মিলান লোম্বার্দীয়ার বিভিন্ন শহরে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাংলা কমিউনিটির নেতারা।

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post