সড়কে ভেঙে পড়ল বিমান, পাইলটসহ নিহত সবাই

Plane crashes on road, pilot and everyone killed

উত্তর ইতালির লম্বার্দি প্রদেশের ব্রেসিয়া শহরে একটি হাইওয়েতে চলন্ত গাড়ির ওপর ভেঙে পড়েছে একটি ছোট আকারের উড়োজাহাজ। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান পাইলট এবং তার একমাত্র যাত্রী। দুর্ঘটনার ভয়াবহ মুহূর্ত ধরা পড়ে পথচারীর মোবাইলে ধারণ করা ভিডিওতে, যা সামাজিক মাধ্যমে ইতোমধ্যেই ভাইরাল হয়ে গেছে।

স্থানীয় সময় মঙ্গলবার সকালে, ফ্রেসিয়া আরজি আল্ট্রালাইট নামের উড়োজাহাজটি জরুরি অবতরণ করার চেষ্টা করে। কিন্তু সেটি নিয়ন্ত্রণ হারিয়ে আচমকাই রাস্তায় আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। বিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে গাড়ির ধাক্কায় তা পুড়ে ছাই হয়ে যায়।

নিহতরা হলেন ৭৫ বছর বয়সী পাইলট সার্জিও রাভাগলিয়া এবং তার ৬০ বছর বয়সী বান্ধবী অ্যান মারি ডি স্টেফানো। সার্জিও ছিলেন পেশায় একজন আইনজীবী, তবে শখের বসে তিনি উড়োজাহাজ চালাতেন। দুজনেই রাজধানী মিলানের বাসিন্দা।

এ ঘটনায় আরও আহত হয়েছেন রাস্তা দিয়ে যাওয়া দুটি গাড়ির চালক। তবে তাঁদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে চিকিৎসকরা জানিয়েছেন।

ব্রেসিয়া পাবলিক প্রসিকিউটর দপ্তর দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। উড়োজাহাজটির রক্ষণাবেক্ষণ ও ফ্লাইট রেকর্ড সংক্রান্ত নথি খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, গত বছর ভারতের আহমেদাবাদেও একটি ভয়াবহ বিমান দুর্ঘটনায় ২৬০ জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার স্মৃতি এখনও অনেকে ভুলতে পারেননি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize