রাশিয়ায় ৫০ আরোহী নিয়ে যাত্রীবাহী বিমান নিখোঁজ

Passenger plane with 50 on board goes missing in russia

রাশিয়ার পূর্বাঞ্চলে প্রায় ৫০ জন আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) এন-২৪ মডেলের বিমানটি দেশটির এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থার সঙ্গে সংযোগ হারায় বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আঞ্চলিক গভর্নর। খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জরুরি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সাইবেরিয়া-ভিত্তিক এনগারা এয়ারলাইন্স পরিচালিত বিমানটি চীন সীমান্তসংলগ্ন আমুর অঞ্চলের টিন্ডা শহরের উদ্দেশে যাত্রা করেছিল। পথে হঠাৎ এটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায় এবং এরপর আর যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।

আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলভ প্রাথমিক তথ্যের বরাত দিয়ে জানান, বিমানটিতে পাঁচ শিশুসহ মোট ৪৩ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য ছিলেন। সম্ভাব্য দুর্ঘটনার আশঙ্কায় তল্লাশি ও উদ্ধার তৎপরতা শুরু হয়েছে।

গভর্নর আরও জানান, নিখোঁজ বিমানটি খুঁজে বের করতে প্রয়োজনীয় সব বাহিনী ও সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। উদ্ধার কাজের জন্য বিশেষ অনুসন্ধান ইউনিট মাঠে নামানো হয়েছে।

তবে রাশিয়ার জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, বিমানে থাকা মানুষের সংখ্যা কিছুটা কম—প্রায় ৪০ জন হতে পারে বলে তারা ধারণা করছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য নিশ্চিত হওয়া যায়নি। অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize