ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

Ukrainian prime minister resigns

ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল করেছেন। চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে দেশটির প্রশাসনে বড় ধরনের রদবদলের অংশ হিসেবেই তিনি মঙ্গলবার পদত্যাগপত্র জমা দেন বলে নিজেই জানিয়েছেন।

তাঁর পদত্যাগের আগের দিন, সোমবার (১৪ জুলাই), প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউক্রেনের প্রথম উপপ্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কোকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়নের ঘোষণা দেন।

জেলেনস্কি এক বিবৃতিতে জানান, ইউক্রেন সরকারে নতুন উদ্যম ও গতিশীলতা আনতে এই পরিবর্তন জরুরি ছিল। তিনি বলেন, “আমি আশা করছি ইউলিয়া সিভিরিদেঙ্কোর নেতৃত্বে নতুন মন্ত্রিসভা দ্রুত গঠিত হবে এবং অচিরেই তারা নতুন কর্মপরিকল্পনা উপস্থাপন করবে।”

প্রধানমন্ত্রী শ্যামিহালের পদত্যাগের সঙ্গে আরও কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে রদবদলের সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। যুদ্ধকালীন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রশাসনের কাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ নিচ্ছে ইউক্রেনের নেতৃত্ব।

এদিকে, দেশটির পার্লামেন্টে নতুন মনোনয়ন ও সরকারের অনুমোদন নিয়ে পরবর্তী কয়েক দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize