রাতের অন্ধকারে ইউক্রেনজুড়ে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির বিমান বাহিনী দাবি করেছে, রাশিয়া এক রাতেই ইউক্রেনের আকাশে ৭২৮টি ড্রোন ও ১৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এমন অতিমাত্রায় ড্রোন হামলা এটাই প্রথম, যা ইউক্রেনীয় প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এক বড় চ্যালেঞ্জ ছিল।
তবে কিয়েভ জানিয়েছে, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেছে। বিমান বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, ৭১৮টি ড্রোন এবং ৭টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে তারা। এই সাফল্যকে ইউক্রেন বড় বিজয় হিসেবে দেখছে।
টেলিগ্রাম প্ল্যাটফর্মে দেওয়া বিবরণ অনুযায়ী, এই হামলা চালানো হয় ইউক্রেনের বিভিন্ন শহর ও সামরিক স্থাপনায়। যদিও এখনও জানা যায়নি বাকি ড্রোন বা ক্ষেপণাস্ত্রগুলো কোথায় আঘাত হেনেছে কিংবা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।
আরও পড়ুন
রাশিয়া এর আগেও ড্রোন ও মিসাইল হামলা চালালেও এক রাতে এত বড় মাত্রার হামলার নজির নেই বলে জানিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এর আগে, গত জুনের শেষ দিকে ৪৭৭টি ড্রোন ও ৬০টি মিসাইল ছোড়ে রাশিয়া, যার মধ্যে ২৪৯টি ইউক্রেন ভূপাতিত করতে সক্ষম হয়েছিল।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, “রাশিয়া এমন কোনো জায়গা রাখেনি যেখানে জীবন আছে, অথচ সেখানেও তারা হামলা চালিয়েছে।” এক্সে দেওয়া এক বার্তায় তিনি জানান, যুদ্ধ শেষ হওয়ার যে সম্ভাবনা দেখা দিয়েছিল, রাশিয়ার এই হামলা সেই আশায় চূড়ান্ত আঘাত হেনেছে।
বিশ্লেষকদের ধারণা, ইউক্রেন ইলেকট্রনিক জ্যামারের মাধ্যমে শত শত ড্রোন অকার্যকর করে দেয়। তবে সাম্প্রতিক এই ভয়াবহ হামলা যুদ্ধ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।