ইতালির স্পন্সর ভিসা নিয়ে বিশাল সুখবর, আগাম আবেদন শুরু

Big news about italy's sponsored visa, advance applications begin

ইতালিতে ২০২৫ সালের জন্য স্পন্সর ভিসার আবেদন প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ দিন ‘ক্লিক ডে’ নির্ধারণ করা হয়েছে আগামী ১ অক্টোবর। এর আগে পুরো জুলাই মাস জুড়ে আগ্রহী আবেদনকারীরা নির্ধারিত ফরম পূরণ করে জমা রাখার সুযোগ পাচ্ছেন।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত ওয়েবসাইটে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টার মধ্যে আবেদনকারীরা অনলাইনে ফরম পূরণ করে সংরক্ষণ করতে পারবেন। ৩১ জুলাইয়ের মধ্যে এই প্রস্তুতিমূলক ধাপ শেষ হবে। এরপর ১ অক্টোবর নির্ধারিত সময় শুরু হবে ‘ক্লিক ডে’, যেদিন জমা দেওয়া ফরমগুলো প্রক্রিয়াকরণের জন্য চূড়ান্তভাবে সাবমিট করা যাবে।

২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিন বছর মেয়াদে ইতালি সরকার মোট ৪ লাখ ৫২ হাজার বিদেশি কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এরই অংশ হিসেবে আসন্ন ক্লিক ডে হবে এই নিয়োগ পরিকল্পনার চূড়ান্ত ধাপ।

তবে ইমিগ্রেশন সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও পর্যবেক্ষকরা সতর্ক করছেন, ভিসার এই সুযোগকে কেন্দ্র করে প্রতারক ও দালাল চক্র আবার সক্রিয় হতে পারে। এজন্য বাংলাদেশি নাগরিকদের সরাসরি নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য নিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে ইতালির বর্তমান সরকার ২০২৬ থেকে ২০২৮ মেয়াদে আরও পাঁচ লাখ শ্রমিক নেয়ার পরিকল্পনার কথা ঘোষণা করেছে। তবে এ সিদ্ধান্ত নিয়ে ইতালির বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি তীব্র সমালোচনা করেছে। তারা বলছে, অভিবাসীদের বিরুদ্ধে রাজনৈতিক প্রচারণা চালিয়ে ক্ষমতায় আসা জর্জিয়া মেলোনি সরকার এখন নিজ নীতির বিপরীতে অবস্থান নিয়েছে। সেই সঙ্গে অভিবাসীদের মাধ্যমে অপরাধ বাড়ছে বলেও অভিযোগ করেছে বিরোধীরা।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize