বিমান থেকে লাফিয়ে পড়লেন যাত্রীরা

Passengers jumped from the plane

স্পেনের পালমা দে মায়োরকা বিমানবন্দরে রায়ানএয়ারের একটি ফ্লাইটে আগুন লাগার সতর্কতা জারি হওয়ার পর হুড়োহুড়িতে অন্তত ১৮ যাত্রী আহত হয়েছেন। শনিবার ম্যানচেস্টারগামী বোয়িং ৭৩৭ ফ্লাইটটি উড্ডয়নের ঠিক আগে এই ঘটনা ঘটে।

ঘটনার পরপরই জরুরি বিভাগকে অবহিত করা হলে তারা দ্রুত বিমানবন্দরে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। অগ্নিনির্বাপণ কর্মী, সিভিল গার্ড ও আঞ্চলিক জরুরি সমন্বয় কেন্দ্রের অন্তত চারটি অ্যাম্বুলেন্স দুর্ঘটনাস্থলে পৌঁছায়।

Eighteen people injured fire rya

বিমান থেকে যাত্রীদের দ্রুত বের করে আনার সময় অনেকে জরুরি স্লাইড ব্যবহার করলেও কয়েকজন আতঙ্কে সরাসরি বিমানের ডানা থেকে লাফ দিয়ে নিচে পড়েন এবং আহত হন। পরে এক ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে যাত্রীদের আতঙ্কিতভাবে বিমানের ডানায় নেমে পড়তে দেখা যায়।

আঞ্চলিক জরুরি সংস্থার এক মুখপাত্র জানান, আহতদের মধ্যে ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পরে রায়ানএয়ার জানায়, ফ্লাইটটিতে আগুনের কোনো প্রকৃত ঘটনা ছিল না, বরং ভুলভাবে আগুন সতর্কতা ব্যবস্থা চালু হওয়ায় যাত্রীদের দ্রুত সরিয়ে আনা হয়।

এই ঘটনার এক সপ্তাহ আগেই যুক্তরাষ্ট্রে আমেরিকান এয়ারলাইনসের একটি ফ্লাইটে ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার কারণে লাস ভেগাসে জরুরি অবতরণ করতে হয়েছিল। নিরাপত্তা ইস্যুতে একের পর এক এমন ঘটনায় যাত্রীদের মাঝে আতঙ্ক বাড়ছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize