এবার প্রায় ৫ লাখ নতুন ওয়ার্ক ভিসা ইস্যু করবে ইতালি

Italy to issue nearly 500,000 new work visas this year

ইতালি সরকার ঘোষণা করেছে, ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোর নাগরিকদের জন্য প্রায় ৫ লাখ নতুন ওয়ার্ক ভিসা ইস্যু করা হবে। দেশটির ক্রমবর্ধমান শ্রমিক সংকট মোকাবিলায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সোমবার (১ জুলাই) এক বিবৃতিতে জানিয়েছে ইতালির মন্ত্রিসভা।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালে ১ লাখ ৬৪ হাজার ৮৫০ জন বিদেশিকে কাজের অনুমতি দেওয়া হবে। তিন বছরের মধ্যে মোট ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জন অভিবাসী বৈধভাবে ইতালিতে কাজের সুযোগ পাবেন। এটি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন ডানপন্থী সরকারের বৈধ অভিবাসন সংশ্লিষ্ট দ্বিতীয় বড় উদ্যোগ। এর আগে ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে প্রায় ৪ লাখ ৫০ হাজার কর্মসংস্থানের ব্যবস্থা নেওয়া হয়।

যদিও সরকার অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে, তবে বৈধ পথে বিদেশি কর্মী গ্রহণে আগ্রহী। এজন্য সাগরপথে মানবিক উদ্ধার কার্যক্রম সীমিতকরণ, দ্রুত পুনর্বাসন প্রক্রিয়া এবং নিয়ন্ত্রিত অভিবাসনের ওপর জোর দেওয়া হচ্ছে।

ইতালির অভ্যন্তরীণ বিভিন্ন শিল্প ও ব্যবসায়ী সংগঠন, এবং পূর্ববর্তী আবেদন পর্যালোচনা করেই এই নতুন সংখ্যা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে সরকার। বর্তমান শ্রমবাজারের বাস্তব চাহিদা ও অর্থনৈতিক কাঠামোর ওপর ভিত্তি করে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ইতালির কম জন্মহার ও বয়স্ক জনসংখ্যা বৃদ্ধির কারণে জনসংখ্যা হ্রাস পাচ্ছে, যা ভবিষ্যতের জন্য শ্রমঘাটতির সংকেত দিচ্ছে।

এক গবেষণা প্রতিবেদনে জানানো হয়, ইতালিতে ২০২৪ সালে মৃত্যুর সংখ্যা জন্মের তুলনায় ২ লাখ ৮১ হাজার বেশি। দেশের জনসংখ্যা কমে দাঁড়িয়েছে ৫ কোটি ৮৮ লাখে, যা ২০৫০ সালের মধ্যে আরও ১ কোটিরও বেশি অভিবাসী প্রয়োজনীয় করে তুলবে। ইতালির কৃষি সংগঠন কোলদিরেত্তি সরকারের এই পদক্ষেপকে সময়োপযোগী বলে আখ্যায়িত করেছে, যা কৃষি ও খাদ্য উৎপাদন খাতে শ্রমিক ঘাটতি পূরণে সহায়ক হবে।

ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি এক সাক্ষাৎকারে বলেন, “সরকার দৃঢ়ভাবে বৈধ অভিবাসনের পথ চালু রাখবে এবং এটি অর্থনীতির জন্য ইতিবাচক প্রভাব ফেলবে।”

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

City 2025