ইংলিশ চ্যানেলের ফরাসি উপকূল থেকে উদ্ধার ৯২ অভিবাসী

92 migrants rescued off french coast in english channel

চলতি সপ্তাহের শুরুতে ইংলিশ চ্যানেলের উত্তাল সাগরে দুটি সমন্বিত উদ্ধার অভিযানে মোট ৯২ জন অনিয়মিত অভিবাসীকে উদ্ধার করেছে ফ্রান্স ও যুক্তরাজ্যের কর্তৃপক্ষ। ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম অভিযানটি শুরু হয় রোববার রাতে এবং চলে সোমবার সকাল পর্যন্ত।

প্রথম ঘটনায় পা-দ্য-কালে উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে গেলে উদ্ধার তৎপরতা শুরু হয়। ফরাসি সমুদ্র পর্যবেক্ষণ ও উদ্ধার কেন্দ্র (ক্রস) পরিস্থিতি পর্যবেক্ষণ করে নৌবাহিনীর উদ্ধার জাহাজ আবেই নরমান্দি ঘটনাস্থলে পাঠায়। নৌকাটিতে অতিরিক্ত যাত্রী বোঝাই থাকায় তা ভেঙে পড়ে এবং জরুরি বার্তা পাঠানো হয়।

পরে উদ্ধার অভিযানে যুক্ত হয় ব্রিটিশ উদ্ধার জাহাজ আরএনএলআই, সীমান্তরক্ষী বাহিনীর টহল বোট বিএফ রেঞ্জার, একটি ব্রিটিশ নজরদারি বিমান এবং ফরাসি নৌবাহিনীর হেলিকপ্টার দউফা। এই অভিযানে মোট ৬২ জন অভিবাসীকে জীবিত উদ্ধার করা হয়। তাদের মধ্যে ৫০ জনকে উদ্ধার করে আবেই নরমান্দি, ২ জনকে আরএনএলআই, এবং ৯ জনকে বিএফ রেঞ্জার। হাইপোথার্মিয়ায় আক্রান্ত এক শিশু ও তার মাকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়।

দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় সোমবার সকালে, যখন উত্তর ফ্রান্সের লো ত্রেপো উপকূলে আরেকটি অভিবাসীবাহী নৌকার সন্ধান পাওয়া যায়। স্থানীয় জেন্ডারমারির অপারেশন সেন্টার নৌকাটির অবস্থান শনাক্ত করে এবং পরবর্তীতে উদ্ধার অভিযান চালিয়ে ৩০ জন অভিবাসীকে উদ্ধার করে তীরে আনা হয়। পরে তাদের ফরাসি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

ফরাসি মেরিটাইম প্রেফেকচুর জানিয়েছে, ইংলিশ চ্যানেল বিশ্বের অন্যতম ব্যস্ত সামুদ্রিক রুট। প্রতিদিন এই রুটে ৬০০-র বেশি বাণিজ্যিক জাহাজ চলাচল করে। ব্রিটিশ হোম অফিসের তথ্যমতে, ২০২৪ সালে এখন পর্যন্ত প্রায় ৩৬,৮১৬ জন অভিবাসী ফরাসি উপকূল থেকে যাত্রা করে যুক্তরাজ্যে পৌঁছেছেন, যা ২০২৩ সালের তুলনায় ২৫ শতাংশ বেশি হলেও ২০২২ সালের রেকর্ড সংখ্যার চেয়ে কম।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post