মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ৫

Two helicopters collide in mid air, 5 killed

ফিনল্যান্ডে মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে পাঁচজন আরোহী নিহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার ফিনল্যান্ডের ইউরা বিমানবন্দরের কাছে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর বিধ্বস্ত হেলিকপ্টার দুটি মাটিতে পড়ে যায়।

ফিনিশ গোয়েন্দা প্রধান পরিদর্শক জোহানেস সিরিলা জানান, একটি হেলিকপ্টারে দুইজন এবং অন্যটিতে তিনজন ছিলেন। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহতরা সবাই ব্যবসায়ী ছিলেন।

একজন প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি হেলিকপ্টারকে অন্যটির সাথে ধাক্কা দিতে দেখেছেন। সংঘর্ষের পর একটি হেলিকপ্টার দ্রুত এবং অন্যটি ধীরে ধীরে নিচে পড়ে যায়। তবে তিনি কোনো শব্দ শুনতে পাননি।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post