আলবেনিয়ায় ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায়ের শীর্ষ সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে স্বাগত জানাতে অভিনব কৌশল নেন আলবানিয়ার প্রধানমন্ত্রী এডি রামা।
ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, মেলোনি লাল গালিচায় পা রাখার সময় রামা হাঁটু গেড়ে বসে তাকে স্বাগত জানান। রামা মেলোনিকে ‘আমার ইতালিয়ান বোন’ বলে সম্বোধন করেন।
অন্যান্য নেতাদের সঙ্গেও রামা রসিকতা করেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে তিনি ‘সূর্যের রাজা’ এবং যুক্তরাজ্যের প্রতিনিধিদের ‘বৃষ্টির উৎস’ বলে অভিহিত করেন।
আরও পড়ুন
প্রবল বৃষ্টি উপেক্ষা করে রামা একটি নীল ছাতা ঘুরিয়ে লাল গালিচায় সম্মেলনের সূচনা করেন। ইউরোপের ৪০ জনের বেশি রাষ্ট্রপ্রধানকে তিনি হাসিমুখে স্বাগত জানান।
সম্মেলনের আগের দিন রামা ইনস্টাগ্রামে তিরানায় পুরো ইউরোপের আগমনের কথা উল্লেখ করে সবাইকে অভিবাদন জানান।