লন্ডনে পাকিস্তান দূতাবাসে ভারতীয়দের হামলা

Indians attack pakistan embassy in london

লন্ডনে অবস্থিত পাকিস্তানি হাইকমিশনে হামলার ঘটনা ঘটেছে বলে জিওটিভি নিউজ রবিবার (২৭ এপ্রিল) জানিয়েছে।

লন্ডন থেকে মুর্তজা আলী শাহ জানান, হাইকমিশনে ভারতীয়রা হামলা চালিয়েছে এবং এতে দূতাবাসের জানালার কাচ ভেঙে গেছে। শুধু তাই নয়, হাইকমিশন ভবনের সাদা দেয়াল এবং এর ফলকের ওপর গেরুয়া রঙ স্প্রে করা হয়েছে। দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন, এই ঘটনায় আর্থিক ক্ষতি হয়েছে।

এই হামলার একদিন আগে, শত শত ভারতীয় হাইকমিশনের বাইরে বিক্ষোভ করেন এবং ওই সময় সহিংসতার সাথে জড়িত থাকার অভিযোগে স্থানীয় পুলিশ দুজনকে গ্রেপ্তার করে।

এদিকে, লন্ডনে পাকিস্তানি হাইকমিশনের বাইরে পাকিস্তানের সমর্থনে একটি পাল্টা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই সমাবেশ থেকে ভারতের দোষারোপের নীতির তীব্র নিন্দা জানানো হয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২২ এপ্রিল) কাশ্মীরের পেহেলগামের বৈসরন উপত্যকায় সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২৬ জন পর্যটক নিহত হন। ভারত এই হামলার জন্য আন্তঃসীমান্ত সম্পৃক্ততার অভিযোগ করেছে এবং এর প্রতিক্রিয়ায় পাকিস্তানের বিরুদ্ধে অন্তত সাতটি বড় পদক্ষেপ নিয়েছে। এর জবাবে পাকিস্তানও পাল্টা কিছু পদক্ষেপ নিয়েছে, যার ফলে উভয় দেশের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। দূতাবাসে এই হামলার ঘটনা দুই দেশের মধ্যে বিদ্যমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রসঙ্গত, পাকিস্তান তার আত্মরক্ষায় সম্পূর্ণরূপে সক্ষম এবং দেশটির সেনাবাহিনী পূর্ণ প্রস্তুতিতে রয়েছে বলে সেনাপ্রধান অসিম মুনির দৃঢ়ভাবে ঘোষণা করেছেন। শনিবার (২৬ এপ্রিল) পাকিস্তান মিলিটারি একাডেমির (পিএমএ) পাসিং আউট প্যারেডে দেওয়া ভাষণে জেনারেল অসিম মুনির সেনা প্রস্তুতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেন। তিনি আত্মরক্ষার জন্য পাকিস্তানের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেন এবং বলেন যে দেশের স্থিতিশীলতা ও শক্তি তার ইতিহাস এবং আত্মত্যাগের মধ্যে গভীরভাবে প্রোথিত।

তিনি আরও বলেন, দ্বি-জাতি তত্ত্ব মুসলিম  হিন্দুদের মধ্যেকার পার্থক্যকে স্পষ্ট করে, যা পাকিস্তানের পরিচিতি ও অস্তিত্বের মূল ভিত্তি হিসেবে রয়ে গেছে। জেনারেল মুনির উল্লেখ করেন যে, পাকিস্তানের পূর্বপুরুষরা একটি স্বতন্ত্র মুসলিম পরিচয়ের বিশ্বাস ধারণ করে দেশ গঠনের জন্য অসামান্য ত্যাগ স্বীকার করেছেন। তিনি দেশবাসীকে আশ্বস্ত করেন যে, পাকিস্তানের জনগণ তাদের মাতৃভূমি রক্ষায় ঐক্যবদ্ধ এবং দেশের সুরক্ষার জন্য সেনারা সর্বদা প্রস্তুত। পাকিস্তান যেকোনো প্রকার বহিরাগত হুমকির মোকাবিলা করতে সক্ষম বলেও তিনি মন্তব্য করেন।
আরও দেখুন 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize