সেই গরু বিক্রেতাকে ওমরায় পাঠালেন অপু বিশ্বাস

Apu biswas sent the cow seller for umrah

কোরবানির ঈদের সময় ঢাকার গরুর হাটে জাল নোটে প্রতারিত হওয়া গরু বিক্রেতা রইস উদ্দিন এবার পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পাড়ি জমিয়েছেন। তার এই যাত্রার সম্পূর্ণ ব্যয় বহন করছেন দেশের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস।

শুক্রবার (২৫ জুলাই) ভোর ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হন তিনি। রওনা হওয়ার আগে সংবাদমাধ্যমে রইস উদ্দিন বলেন, “চিত্রনায়িকা অপু বিশ্বাস আমাকে ওমরাহ করাচ্ছেন। তিনি তার কথা রেখেছেন। আমি যাচ্ছি, পবিত্র ওমরাহ পালন করতে।”

গত ঈদুল আজহায় রাজধানীর দিয়াবাড়ি হাটে গরু বিক্রি করতে গিয়ে প্রতারণার শিকার হন রইস উদ্দিন। ১ লাখ ২৩ হাজার টাকায় বিক্রি করা গরুর দাম হিসেবে যে টাকা পেয়েছিলেন, তার মধ্যে অধিকাংশই ছিল জাল নোট। এই ঘটনায় কান্নায় ভেঙে পড়া রইস উদ্দিনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক সহানুভূতি তৈরি হয়।

পরে ‘আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন’ নামের একটি সংগঠন রইস উদ্দিনকে তার গরু বিক্রির সমপরিমাণ অর্থ প্রদান করে। সেই ফাউন্ডেশন থেকেই জানা যায়, রইস উদ্দিনের বহুদিনের ইচ্ছা পবিত্র ওমরাহ পালন করা। বিষয়টি জানার পর অভিনেত্রী অপু বিশ্বাস সিদ্ধান্ত নেন, রইস উদ্দিনের ওমরাহ পালনের যাবতীয় ব্যয় তিনি বহন করবেন।

এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, “চাচা আমার বাবার বয়সী। তার ইচ্ছার কথা জেনে মনে হয়েছে, একজন মেয়ের পক্ষ থেকে এটা করা উচিত। আমি তাকে ওমরাহ করার জন্য সব খরচ দিচ্ছি। চাচা যদি তখন যেতে না চাইতেন, তাহলে ৫০ হাজার টাকা পরিবারের জন্য দিতাম বলেও জানিয়েছিলাম।”

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize