ভাইরাল তারকা সেফুদা কি সত্যিই মারা গেছেন?

Is viral star sefuda really dead

২৪ জুলাই দুপুর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে আলোচিত প্রবাসী ব্যক্তিত্ব সেফাত উল্লাহ ওরফে সেফুদার মৃত্যুর খবর। অনেকেই তাদের ফেসবুক অ্যাকাউন্ট ও পেজে এই খবর শেয়ার করেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে।

তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। সেফুদার নিজস্ব ফেসবুক আইডি ঘুরে দেখা যায়, সর্বশেষ তিনি ৫ জুলাই একটি পোস্ট করেছিলেন, যেখানে লেখা ছিল, “২৮ জুলাই দেশে ফিরছি উইথ ভাগিনা।”

এমন পরিস্থিতিতে অনেকেই এ মৃত্যুর খবরকে গুজব বলে দাবি করেন। উল্লেখযোগ্য যে, এর আগেও বেশ কয়েকবার তার মৃত্যু নিয়ে বিভ্রান্তিকর গুজব ছড়িয়েছে।

এবারও বলা হচ্ছে, তিনি নাকি অস্ট্রিয়ার স্থানীয় সময় বিকেল ৩টায় ইন্তেকাল করেছেন। যদিও এই তথ্যের সঙ্গে কিছু ঘনিষ্ঠজনের নাম যুক্ত থাকলেও, তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে কেউই বিষয়টি নিশ্চিত করতে পারেননি।

ফলে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি আরও বাড়ছে। কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্কবার্তা দিয়ে লিখেছেন, এ ধরনের গুজবে কান না দিতে। প্রশ্ন উঠেছে—সত্যিই কি সেফুদা মারা গেছেন, নাকি এটি আগের মতোই একটি ভিত্তিহীন গুজব?

উল্লেখ্য, ২০২০ সালের দিকে সেফুদা ফেসবুক লাইভে বিভিন্ন বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচনায় আসেন। প্রবাসে অবস্থানরত এই বাংলাদেশি নাগরিক অদ্ভুত পোশাকে ও অশ্লীল ভাষায় মন্তব্য করে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিলেন। এখন, তার মৃত্যুর খবর নিয়ে একইভাবে আলোচনায় ফিরলেন তিনি—তবে সেটা সত্য না গুজব, সেটাই এখন দেখার বিষয়।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize