শাকিব যাচ্ছেন আমেরিকা, মিষ্টি লিখলেন ‘সি ইউ সুন’

Shakib is going to america, sweetly wrote 'see you soon'

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাত আবারো খবরে উঠে এসেছেন জনপ্রিয় নায়ক শাকিব খানকে ঘিরে। এবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শাকিব খানের একটি একক ছবি শেয়ার করে নতুন করে আলোচনার জন্ম দিলেন তিনি। ছবির ক্যাপশনে মিষ্টি লেখেন, ‘সি ইউ সুন’— যা ঘিরে শুরু হয়েছে নানা গুঞ্জন।

মিষ্টির এই পোস্ট মুহূর্তেই সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। কমেন্ট সেকশনে একের পর এক মন্তব্য করে প্রতিক্রিয়া জানান নেটিজেনরা। অনেকেই জানতে চান, ‘আবার কি একসঙ্গে কোনো প্রজেক্টে দেখা যাবে তাদের?’

শেয়ার করা ছবিটি এর আগে শাকিব খান নিজেও নিজের সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছিলেন। তখনই জানা যায়, তিনি শিগগিরই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। এর সঙ্গে মিষ্টির ‘See you soon’ মন্তব্যটিই জল্পনা আরও জোরদার করেছে।

উল্লেখ্য, এর আগেও মিষ্টি জান্নাত ও শাকিব খানের একাধিক ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল। ফলে ভক্তদের মনে এবারও প্রশ্ন জাগছে, তারা কি কোনো নতুন সিনেমায় একসঙ্গে কাজ করতে যাচ্ছেন?

অন্যদিকে শাকিব খানের যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে ইন্ডাস্ট্রিতে চলছে নানা আলোচনা। কারণ, এর আগেই তিনি জানিয়েছিলেন, আন্তর্জাতিক মানের একটি চলচ্চিত্রে কাজ করার পরিকল্পনা রয়েছে তার। বাংলাদেশি-মার্কিন নির্মাতা আসিফ আকবরও কিছুদিন আগে শাকিবকে নিয়ে একটি হলিউড প্রজেক্টে আগ্রহ দেখিয়েছিলেন। সেই প্রজেক্টের স্ক্রিপ্ট লেখার কাজ চলছে এবং শাকিব যুক্তরাষ্ট্রে গেলে সেটি চূড়ান্ত হবে বলেও জানান নির্মাতা।

সব মিলিয়ে মিষ্টি জান্নাতের পোস্ট শাকিব ভক্তদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে— হয়তো খুব শিগগিরই বড় কোনো চমক আসছে ঢাকাই চলচ্চিত্রে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize