ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস হত্যাচেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। রোববার (১৩ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে ১০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। আদালতে হাজির হওয়ার সময় তিনি মুখে মাস্ক ও গায়ে বোরকা পরিহিত ছিলেন।
আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হলে অপু বিশ্বাস জানান, বিশৃঙ্খলা এড়াতেই তিনি ছদ্মবেশে আদালতে উপস্থিত হয়েছিলেন। তার ভাষায়, “আদালত এলাকায় স্বাভাবিকভাবেই মানুষের ভিড় থাকে। তারকাদের উপস্থিতি সেই ভিড় আরও বাড়িয়ে তোলে। এতে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। তাই আমি সচেতনভাবেই বোরকা পরে গিয়েছিলাম।”
তিনি আরও বলেন, “প্রথম দিকে কেউ আমাকে চিনতে পারেনি। তবে কিছুক্ষণ পর কিছু লোক চিনলেও তখন পর্যন্ত আমার প্রয়োজনীয় কাজ সম্পন্ন হয়ে গিয়েছিল।”
আরও পড়ুন
অপু বিশ্বাস জানান, আদালতের মতো জনবহুল জায়গায় যাওয়ার সময় পরিস্থিতি বুঝে তিনি প্রায়ই বোরকা পরেন। এতে নিজেকে নিরাপদ মনে করেন এবং জনতার অযাচিত কৌতূহল থেকেও দূরে থাকতে পারেন।
উল্লেখ্য, মামলার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ না করা হলেও অপু বিশ্বাসের বিরুদ্ধে দায়ের হওয়া একটি হত্যাচেষ্টা মামলায় আদালতের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। মামলার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।