দুবাই বিমানবন্দর থেকে গ্রেফতার ‘বিগ বস’ প্রতিযোগী

'bigg boss' contestant arrested at dubai airport

জনপ্রিয় টেলিভিশন তারকা ও ‘বিগ বস ১৬’-এর প্রতিযোগী আব্দু রোজিককে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে। শনিবার (১৩ জুলাই) ভোর ৫টার দিকে বিমানবন্দরে নামার পরপরই তাকে আটক করে স্থানীয় কর্তৃপক্ষ। এই তথ্য নিশ্চিত করেছে আব্দুর ম্যানেজমেন্ট টিম। যদিও পুরো ঘটনা নিয়ে চুরির অভিযোগের গুঞ্জন ছড়ালেও, আব্দুর পক্ষ থেকে তা সরাসরি অস্বীকার করা হয়েছে।

আব্দুর অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে একটি বিবৃতিতে বলা হয়, “আমরা নিশ্চিত করছি, আব্দু রোজিক বর্তমানে একটি ঘটনায় তদন্তাধীন। তবে তার বিরুদ্ধে আনা চুরির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। আমরা দ্রুত বিস্তারিত ব্যাখ্যা দেবো।” বর্তমানে তারা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন বলেও জানিয়েছেন তার ম্যানেজমেন্ট।

আব্দুর আটকের খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের গুজব ও বিতর্ক শুরু হয়। অনেকেই দাবি করেন, তার বিরুদ্ধে চুরির অভিযোগে পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও তার টিমের দেওয়া ব্যাখ্যায় পরিস্থিতি কিছুটা স্বস্তিতে এসেছে। তারা আরও জানিয়েছেন, যথাযথ প্রমাণসহ শিগগিরই প্রকৃত তথ্য প্রকাশ করা হবে এবং এ সময় আব্দুর ভক্তদের ধৈর্য ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান।

উল্লেখযোগ্য যে, এই প্রথম নয়, এর আগেও বিতর্কে জড়িয়েছেন আব্দু। ২০২৩ সালে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) অর্থপাচার মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করে। অভিযোগ ছিল, তার রেস্তোরাঁ ব্যবসায় মাদক ব্যবসায়ী আসগর শিরাজির অবৈধ অর্থ ব্যবহার করা হয়েছে। তবে সেবার তাকে কেবল সাক্ষী হিসেবেই তলব করা হয়েছিল এবং তিনি পুরোপুরি সহযোগিতা করেছিলেন বলে জানান তার আইনজীবী।

‘বিগ বস’-এ অংশ নেওয়ার পর আব্দু ব্যাপক জনপ্রিয়তা পান এবং বলিউড সুপারস্টার সালমান খানের স্নেহধন্য হন। পরবর্তীতে মুম্বইয়ে ‘বার্গির’ নামের একটি রেস্তোরাঁ খোলেন, যা বেশ সাড়া ফেলে। ২০২৪ সালে তিনি দুবাইয়ে কোকা-কোলা এরিনায় বক্সিংয়ে অভিষেক করেন এবং যুক্তরাজ্যে ‘হাবিবি’ নামে আরেকটি রেস্তোরাঁ চালু করেন। সম্প্রতি ‘লাফটার শেফ’-এর দ্বিতীয় সিজনেও তাকে দেখা গেছে ইউটিউবার এলভিশ যাদবের সঙ্গে।

তাজিকিস্তানে জন্ম নেওয়া এই তরুণের জীবন শুরু হয়েছিল কঠিন বাস্তবতায়। একটি বিরল রোগের কারণে তার উচ্চতা স্বাভাবিকভাবে বাড়েনি। অল্প বয়সে পরিবারের জন্য পথে পথে গান গেয়ে জীবন চালিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওর মাধ্যমেই খ্যাতির শীর্ষে উঠে আসেন তিনি। তবে আকস্মিক এই চুরির অভিযোগে তার অনুরাগীদের মাঝেও উদ্বেগ ছড়িয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize