ইচ্ছাকৃতভাবে শরীর দেখানোয় মিসরে বেলি ড্যান্সার গ্রেপ্তার

Belly dancer arrested in egypt for intentionally exposing body

ইচ্ছাকৃতভাবে খোলামেলা পোশাকে শরীর প্রদর্শনের অভিযোগে মিসরে এক বেলি ড্যান্সারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোহিলা হাসান হাগাগ নামের ওই তরুণী ‘লিন্ডা মার্টিনো’ নামে ইনস্টাগ্রামে সক্রিয় ছিলেন, যেখানে তার অনুসারীর সংখ্যা প্রায় ২২ লাখ। গত ২২ জুন কায়রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিওগুলোতে সোহিলা অশালীন পোশাক পরে শরীরের স্পর্শকাতর অংশ দেখিয়ে মিসরের সামাজিক ও নৈতিক মূল্যবোধ লঙ্ঘন করেছেন। তার বিরুদ্ধে জনসাধারণের মধ্যে অশ্লীলতা ও অনৈতিকতা ছড়িয়ে দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

জানা যায়, সোহিলা জন্মসূত্রে মিসরের নাগরিক হলেও পরবর্তীতে ইতালির নাগরিকত্ব গ্রহণ করেন। তবে ইতালীয় সঙ্গীর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের পর তিনি আবার মিসরে ফিরে আসেন এবং সেখানে বসবাস করছিলেন।

তাকে গ্রেপ্তারের পর ইতালি তার মুক্তির আহ্বান জানিয়েছে, যেহেতু তিনি দেশটির নাগরিক। তবে অভিযোগ প্রমাণিত হলে সোহিলাকে কয়েক সপ্তাহের কারাদণ্ড ভোগ করতে হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এই ঘটনা মিসরে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এই গ্রেপ্তারকে রাষ্ট্রীয় রক্ষণশীল নীতির প্রতিফলন হিসেবে দেখছেন। অন্যদিকে, কেউ কেউ সমাজে শালীনতা রক্ষায় এমন পদক্ষেপকে সমর্থনও জানাচ্ছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize