সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। সম্প্রতি তার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তাকে দেখা যায় জলপাই রঙের শাড়ি, বিশ লাখ টাকার সোনার গয়না, হাতভর্তি রেশমি চুড়ি এবং বেলিফুলের খোঁপায় সেজে থাকা এক মোহনীয় লুকে। অনন্য এই সাজে তিনি নজর কেড়েছেন ভক্ত ও নেটিজেনদের।
জানা গেছে, এক রেস্টুরেন্ট উদ্বোধন উপলক্ষে এই সাজে উপস্থিত হয়েছিলেন পরীমণি। উদ্বোধনী আয়োজনে তাকে ঘিরে ছিল উৎসাহী জনতার ভিড়। তিনি সেখানে উপস্থিত সাংবাদিকদের সাথেও কথা বলেন এবং নিজের বর্তমান ব্যস্ততা নিয়ে খোলামেলা আলোচনা করেন।
আলাপচারিতায় অভিনেত্রী জানান, বর্তমানে তিনি বিভিন্ন শোরুম ও রেস্টুরেন্ট উদ্বোধনের কাজে সময় দিচ্ছেন, যা এখন তার অন্যতম ব্যস্ততা। অভিনয় নয়, এইসব সামাজিক কার্যক্রমই যেন এখন তার প্রধান ফোকাস।
আরও পড়ুন
একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেন, ভক্তরা যেখানে তাকে এখনো “ক্র্যাশ” ভাবেন, সেখানে নতুন সিনেমা বা ওয়েব সিরিজে তাকে দেখা যাচ্ছে না কেন? উত্তরে পরীমণি হালকা হেসে বলেন, “আপনি কি দিনশেষে এটা নিয়েই ভাবেন? এখানকার খাবার দারুণ, আগে টেস্ট করে দেখুন।”
তার এমন রসিকতায় উপস্থিত সবাই হেসে ওঠেন। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকে পরীর সৌন্দর্য ও আত্মবিশ্বাসের প্রশংসা করেছেন।