শাপলা না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস

Without lotus, even a grain of rice cannot be a symbol sarjis

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, যদি শাপলা জাতীয় প্রতীকের অজুহাতে রাজনৈতিক দলের নির্বাচনি প্রতীক হিসেবে অনুমোদিত না হয়, তাহলে ধানের শীষের মতো প্রতীকও গ্রহণযোগ্য হওয়া উচিত নয়।

বুধবার (৯ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। এর আগে নির্বাচন কমিশন (ইসি) নীতিগতভাবে ‘শাপলা’ প্রতীকে রাজনৈতিক দলকে প্রতীক বরাদ্দ না দেওয়ার সিদ্ধান্ত নেয়, যার প্রতিক্রিয়ায় সারজিস আলম তার অবস্থান জানান।

সারজিস আলম তার পোস্টে লেখেন, “শাপলা জাতীয় প্রতীক নয়, এটি জাতীয় প্রতীকের একটি অংশ মাত্র। ধানের শীষ, পাটপাতা, তারকা—এসবও জাতীয় প্রতীকের অংশ। তাই শাপলা যদি প্রতীক হিসেবে বাতিল হয়, অন্যগুলোরও বৈধতা থাকা উচিত নয়।”

তিনি আরও দাবি করেন, “জাতীয় ফুল হিসেবে শাপলা প্রতীক হিসেবে ব্যবহারে কোনো আইনগত বাধা নেই। কাঁঠাল জাতীয় ফল হয়েও ইতোমধ্যে একটি দলের নির্বাচনি প্রতীক হিসেবে তালিকাভুক্ত। তাহলে শাপলাকে আলাদাভাবে কেন বিবেচনা করা হচ্ছে?”

এনসিপি নেতার মন্তব্যের পেছনে নির্বাচন কমিশনের সদ্য ঘোষিত সিদ্ধান্ত প্রভাব ফেলেছে। কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানিয়ে ছিলেন, শাপলা জাতীয় প্রতীক হওয়ায় নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে অন্তর্ভুক্ত করা হবে না—এমন নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই সিদ্ধান্তের সমালোচনা করে সারজিস আলম আরও বলেন, “যদি প্রতীক দেখে ভয় পান, তাহলে সেটা আগেই জানান। আমরা জনগণকে বিভ্রান্ত করব না, তবে বৈষম্যমূলক সিদ্ধান্ত গ্রহণ মেনে নেওয়া হবে না।”

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize