ডিপজলের বিরুদ্ধে মামলা

Case against dipzol

চলচ্চিত্র অভিনেতা ও ব্যবসায়ী মনোয়ার হোসেন ডিপজলকে আসামি করে ঢাকার একটি আদালতে এসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। একই মামলায় আরও এক আসামি হলেন ডিপজলের ব্যক্তিগত সহকারী মো. ফয়সাল।

মঙ্গলবার (৮ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে রাজিদা আক্তার (৩৫) নামে এক নারী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালত তার জবানবন্দি গ্রহণ করে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)কে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী মুজাহিদুল ইসলাম।

এটি প্রথমবার নয়, এর আগেও মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে। ২০২৩ সালের ২ সেপ্টেম্বর ঢাকার আরেক ম্যাজিস্ট্রেট আদালতে ডিপজল, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেনসহ মোট ১৩৮ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়েছিল। মামলাটি দায়ের করেন ভুক্তভোগী রেনু নামের এক নারীর মা।

সেই মামলায় আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্তের দায়িত্ব দিয়েছিল।

ডিপজলের বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত মামলাগুলোর মধ্যে রয়েছে হত্যা, অস্ত্র এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সংক্রান্ত অভিযোগ। সব মিলিয়ে সাম্প্রতিক ঘটনাগুলো তার বিরুদ্ধে আইনি জটিলতা আরও বাড়িয়ে তুলেছে বলে ধারণা করা হচ্ছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize