ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়াকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। রোববার (১৮ মে) দুপুরে বিদেশগমনকালে ইমিগ্রেশন চেকপোস্টে তাকে আটক করা হয়। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে রাজধানীর ভাটারা থানায় হস্তান্তর করা হয় বলে নিশ্চিত করেছে বিমানবন্দর ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালে ঢাকায় সংঘটিত একটি বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ভাটারা থানায় দায়ের করা একটি হত্যা চেষ্টা মামলায় ফারিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। সেই মামলার ভিত্তিতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেপ্তার করে।
নুসরাত ফারিয়া চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় উপস্থিতির কারণে প্রায়শই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। কখনও খোলামেলা পোশাক, কখনওবা ব্যক্তিগত ভ্রমণচিত্র—এসব নিয়েই নেটিজেনদের নানা প্রতিক্রিয়ার মুখে পড়েছেন তিনি।
আরও পড়ুন
তার রাজনৈতিক সংযোগ নিয়েও নানা সময় গুঞ্জন উঠে এসেছে। বিশেষ করে ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রে শেখ হাসিনার চরিত্রে অভিনয় এবং আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে তার সখ্যতা নিয়ে আলোচনার সৃষ্টি হয়। এমনকি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন পেতে তিনি গণভবনেও উপস্থিত ছিলেন, যদিও শেষ পর্যন্ত তা সফল হয়নি।
ফারিয়ার গ্রেপ্তারের পর বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, এটি কি কেবল একটি মামলার জেরে, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর রাজনৈতিক বা ব্যক্তিগত প্রেক্ষাপট। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর শোবিজ অঙ্গনে যে আলোড়ন সৃষ্টি হয়েছে, তার একটি অংশ হিসেবেই অনেকে এই ঘটনাকে দেখছেন।
এদিকে, পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এ বিষয়ে তদন্তের স্বার্থে বিস্তারিত মন্তব্য এড়িয়ে গেছে কর্তৃপক্ষ।