আমিরাতে ৫৭ প্রবাসীকে আইনি সহায়তার আশ্বাস রাষ্ট্রদূতের

আমিরাতে ৫৭ প্রবাসীকে আইনি সহায়তার আশ্বাস রাষ্ট্রদূতের

সংযুক্ত আরব আমিরাতে গত ১৯ জুলাই বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে হাজার হাজার বাংলাদেশি প্রবাসী বিক্ষোভ করেছিলেন। এই বিক্ষোভের পরিপ্রেক্ষিতে দেশটির আদালত ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে।

এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ সরকার সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূতের মাধ্যমে সাজাপ্রাপ্ত বাংলাদেশিদের আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে।

বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমিরাতে যোগাযোগ করে সাজাপ্রাপ্তদের আইনি সহায়তা নিশ্চিত করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত আবু জাফর।

তিনি বলেন, সরকারের পররাষ্ট্র উপদেষ্টা প্রেস কনফারেন্সে জানিয়েছেন দুই দেশের উচ্চ পর্যায়ে কথা বলার পদক্ষেপ নেয়া হয়েছে। আমরা সেগুলো নিয়ে কাজ করছি।

এর আগে, দুবাইয়ে ৫৭ জন বাংলাদেশি প্রবাসীর গ্রেফতারের ঘটনায় কনসাল জেনারেলের ভূমিকা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। কিছু আইনজীবী দাবি করেছেন যে, এই গ্রেফতারের পেছনে কনসাল জেনারেলের ইন্ধন রয়েছে। তবে দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল বি এম জামাল হোসেন এই দাবিগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন।

এদিকে, দুবাইয়ে আটকে পড়া বাংলাদেশিদের মুক্তির জন্য দেশটিতে অবস্থানরত একজন বাংলাদেশি আইনজীবী আইনগত লড়াই চালিয়ে যাচ্ছেন। ইলোরা আফরিন নামে ওই আইনজীবী জানিয়েছেন, সাজাপ্রাপ্ত বাংলাদেশিদের পক্ষে আপিল করার জন্য মাত্র দুই দিন সময় বাকি রয়েছে।

আফরিন আরও বলেন, আমি সরকারের নিকট আবেদন করছি যে, পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা পররাষ্ট্র উপদেষ্টার মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষের সাথে কূটনৈতিক পর্যায়ে আলোচনা করে এই বিষয়ে একটি সমঝোতা সৃষ্টি করা হোক। এতে এই জটিল সমস্যার সমাধান সহজতর হবে।।

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তবে সম্প্রতি ইউএইতে বসবাসরত কিছু বাংলাদেশি প্রবাসী আইনগত জটিলতায় পড়েছেন। এই পরিস্থিতিতে, প্রবাসীরা কূটনৈতিক পথে সমাধানের আহ্বান জানিয়েছেন।

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize