মালয়েশিয়ার আশ্রয়কেন্দ্র থেকে ৩৬ বাংলাদেশি আটক

মালয়েশিয়ার আশ্রয়কেন্দ্র থেকে ৩৬ বাংলাদেশি আটক

মালয়েশিয়ার প্রদেশ মেলাকার একটি আশ্রয়কেন্দ্র থেকে ৩৬ জন প্রবাসী বাংলাদেশিসহ ৬০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।

জানা গেছে, গত মঙ্গলবার ইমিগ্রেশন বিভাগ (জেআইএম) পরিচালিত একটি অভিযানে সেন্ট্রাল মেলাকাতে একটি আশ্রয়কেন্দ্র থেকে ৩৬ বাংলাদেশি নাগরিকসহ ৬০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে।

জেআইএম-এর পরিচালক অনির্বাণ ফৌজি মোহম্মদ আইনি বলেছেন, নথিপত্র বা বৈধ পাস না থাকায় অভিযানে ২৫ থেকে ৪৭ বছর বয়সী সব বাংলাদেশিকে অভিবাসন আইন ১৯৫৯/এর ধারা ৬(১)(সি) এর অপরাধে আটক করা হয়েছে।

গত বুধবার ১৪ আগস্ট এক বিবৃতিতে ফৌজি বলেন, যখন অভিযান চালানো হয় তখন সকল প্রবাসীদের আইন প্রয়োগকারী কর্মকর্তাদের উপস্থিতি সম্পর্কে অবগত ছিল না কারণ তারা ঘুমিয়ে ছিল এবং পালানোর সময় পায়নি।

এদিকে আটক এক বাংলাদেশি জানিয়েছে, তারা গত ১৫ দিন ধরে নিয়োগকর্তা তাদের কোনো কাজ না দেয়ায়, আশ্রয়কেন্দ্রে অবস্থান করেছিল।

পরিচালক ফৌজি বলেন, তদন্তে সহায়তা করার জন্য আশ্রয়কেন্দ্রে থাকা বাংলাদেশিদের নিয়োগকর্তাদের প্রতিনিধিদের কাছেও দুটি সাক্ষী সমন জারি করা হয়েছে, নিয়োগকর্তারা ৩০ থেকে ৪০ বছর বয়সী স্থানীয় পুরুষ।

তিনি আরও জানান, মেলাকার আশপাশের নির্মাণ এলাকা, গাড়ি ধোয়ার কেন্দ্র ও বাড়িঘরে ধারাবাহিক অভিযানে তিনজন ইন্দোনেশিয়ান পুরুষ ও মহিলা, ৫ মিয়ানমার পুরুষ ও একজন নারী, ৬ বাংলাদেশি, ৪ পাকিস্তানি এবং দুই নেপালি পুরুষকে আটক করা হয়। পরে আটক অবৈধ অভিবাসীদের আরো তদন্তের জন্য মাচাপ উম্বু ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে।

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize