মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে ফিলিস্তিনি বংশোদ্ভূত ৩ বছর বয়সী এক শিশুকে ডুবিয়ে মারার চেষ্টা করেছিলেন এক নারী।
গতকাল সোমবার (২৪ জুন) পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুটি মুসলিম হওয়ার কারণে তার সঙ্গে এমন আচরণ করা হয়। খবর রয়টার্স
ঘটনাটি গত মে মাসে ঘটলেও গতকাল সোমবার এটি মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করে যখন আমেরিকান ইসলামি রিলেশন কাউন্সিল এ নিয়ে একটি বিবৃতি দেয়। ওই বিবৃতিতে অভিযুক্তকারীর শাস্তির দাবি জানানো হয়।
এদিকে এ ঘটনায় টেক্সাস পুলিশ অ্যাটর্নি অফিসে ওই নারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। অ্যাটর্নি অফিস মামলাটি তদন্ত করার কথা জানিয়েছে।
আরও পড়ুন
পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, একটি আবাসিক ভবনের সুইমিং পুলে ৩ বছর বয়সী ওই মেয়ে শিশুটির মায়ের সঙ্গে তর্ক করেন অভিযুক্ত ওই নারী।
এ সময় শিশুটির মা তার ৬ বছর বয়সী ছেলের সঙ্গে ছিলেন। তর্কের এক পর্যায়ে ৪২ বছর বয়সী এলিজাবেথ ওলফ মেয়ে শিশুটিকে ডুবে মারার চেষ্টা করেন।
শেষ পর্যন্ত শিশুটির মা তাকে উদ্ধার করতে সক্ষম হয় এবং চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। শিশু হত্যা চেষ্টার দায়ে ওই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং তার বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে।
এ ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ওই পরিবারের প্রতি গভীরভাবে দুঃখ প্রকাশ করেন।