হত্যার হুমকি দিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কাজ

Immoral act with expatriate's wife, threatening to kill her, gang rape

যশোরের শার্শা উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে হত্যার হুমকি দিয়ে দীর্ঘ দেড় বছর ধরে অনৈতিক কাজ করে আসছিল সামাজুল ইসলাম (৩৫) নামের এক লম্পট।

শুক্রবার (২ মে) ভোর রাতে লম্পট সামাজুল ওই নারীর ঘরে গেলে অনৈতিক অবস্থায় প্রতিবেশিদের হাতে ধরা পড়ে। এ সময় প্রতিবেশি ও গ্রামের লোকজন সামাজুলকে ধরে গণপিটুনি দিয়ে আটক করে রাখে। খবর দেয়া হয় শার্শা থানা পুলিশকে।

পুলিশের কথা শুনে সামাজুলের বড় ভাই নজরুল ইসলাম একদল দূর্বৃত্ত সাথে নিয়ে এসে বোমা বিষ্ফোরণ ঘটিয়ে সামাজুলকে ছিনিয়ে নেয়। এ সময় দুর্বৃত্তরা ভুক্তভোগির বাড়ি ভাংচুর করে ক্ষতিসাধন করে।

এরপর থেকে তাদের ভয়ে ভুক্তভুগি পরিবারের ১০ জন সদস্য বাড়ি ছাড়া। যে কারণে তারা এখনও থানায় অভিযোগ করতে পারেনি। সামাজুল ইসলাম শার্শার আমতলা গাতিপাড়া গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে।

এ ঘটনায় আমতলা গাতিপাড়া এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহূর্তে সংঘর্ষ বাধতে পারে বলে আশংকা করছে এলাকার লোকজন।

ভুক্তভুগীর পরিবার জানায়, তারা ও প্রতিবেশিরা বার বার নিষেধ করা সত্বেও সামাজুল কাউকে পরোয়া না করে সম্পর্কে চাচিকে তার সঙ্গে অনৈতিক কাজ করতে বাধ্য করে।

এ ব্যাপারে ভুক্তভোগির পরিবারের সদস্য আবু জাহিদ জানান, তার চাচা মামুন বিশ্বাস বিদেশ প্রবাসী। এই সুযোগে প্রতিবেশি সামাজুল গত দেড় বছর ধরে তার চাচী ও চাচীর দুই শিশু সন্তানকে হত্যার হুমকি দিয়ে চাচীর সাথে অনৈতিক কাজ করে আসছে।

জাহিদ আরও বলেন, তারা একাধিকবার প্রতিবাদ করা সত্ত্বেও শুক্রবার (২ মে ) ভোর রাতে সামাজুল তার চাচীর ঘরে ঢুকে অনৈতিক কাজে বাধ্য করে। এ সময় ঘটনাটি তারা বুঝতে পেরে সামাজুলকে হাতেনাতে আটক করে। এসময় প্রতিবেশি ও গ্রামের সাধারণ জনগণ লম্পট সামাজুলকে গণধোলাই দিয়ে আটকে রাখে। এ খবর পেয়ে সামাজুলের ভাই সন্ত্রাসী বাহিনী নিয়ে ঘটনাস্থলে এসে তাদের মারপিট করে ও বোমা বিষ্ফোরণ ঘটিয়ে সামাজুলকে ছিনিয়ে নেয়।

এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তা তদন্ত করে অপরাধী যেই হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

আরও দেখুন:

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Gif final ezgif.com optimize